সর্বশেষ

33.4 C
Rajshahi
রবিবার, জুন ৪, ২০২৩

বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৩ বন্ধুর

- Advertisement -


টপ নিউজ ডেস্কঃ বাগেরহাটের মোংলায় মাজার থেকে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (৯ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে মৌখালী এলাকায় এ ঘটনা ঘটে।
মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতরা হলেন মোংলা পৌর শহরের মোর্শেদ সড়কের বাসিন্দা জাহাঙ্গীর হোসেনের ছেলে বায়জিদ হোসেন (২৩), আবদুল কুদ্দুসের ছেলে জাকারিয়া (২২) এবং মোড়েলগঞ্জ উপজেলার মো. আসাদের ছেলে মো. সাকিব (২৩)।
যানা যায় নিহত বায়জিদ ও সাকিব সম্পর্কে মামাতো ফুফাতো ভাই এবং জাকারিয়া তাদের বন্ধু ছিল।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, মোংলার চাঁদপাই পীর মেছেরশাহর মাজারের মেলা দেখে বুধবার রাত সাড়ে ১১টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে পড়ে গুরুতর আহত হন। পথচারীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
নিহতদের লাশের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

- Advertisement -

Related Articles

আপনার মন্তব্য

Latest Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker

Refresh Page