সর্বশেষ

31.1 C
Rajshahi
শুক্রবার, জুন ৯, ২০২৩

ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারীর নামে নক্ষত্রের নামকরণ

- Advertisement -

টপ নিউজ ডেস্কঃ ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে নামকরণ করা হয়েছে সূর্যের একটি নক্ষত্রের । গত রোববার (২৫ ডিসেম্বর) তার জন্মবার্ষিকী ছিল। সে দিন পালিত হয়েছে ভারতে গুড গভর্নেন্স ডে।

ওই দিনই বিজেপির ঔরঙ্গাবাদের সভাপতি শিরিস বরালকর জানান, সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে নামকরণ করা হয়েছে একটি নক্ষত্রের ।

- - Advertisement - -

পৃথিবী থেকে ৩৯২.০১ আলোকবর্ষ দূরে এই নক্ষত্রটি অবস্থান করছে। দাবি করা হচ্ছে, এটিই সবচেয়ে কাছের নক্ষত্র সূর্যের ।

‘ইন্টারন্যাশনাল স্পেস রেজিস্ট্রিতে ২০২২ সালের ২৫ ডিসেম্বর একটি নক্ষত্র নথিভুক্ত করা হয়েছে। নক্ষত্রটির কোঅর্ডিনেট ১৪ ০৫ ২৫.৩ – ৬০ ২৮ ৪১.৯। ‘অটল বিহারী বাজপেয়ী জি’ নক্ষত্রটির নাম দেওয়া হয়েছে । রেজিস্ট্রেশন নম্বর সিএক্স১৬৪০৮ইউএস।’

- Advertisement -

অটল বিহারী বাজপেয়ী দুই দফায় পালন করেছেন ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব ।

প্রথমে ১৯৯৬ সালে কিছু সময়ের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন। সেসময় ১৬ মে থেকে ১ জুন পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। এরপর আবার ১৯৯৮ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রীর ভূমিকায় দেখা যায় তাকে। অতীতে মোরারজি দেশাই প্রধানমন্ত্রী থাকাকালে তার মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও বাজপেয়ী দায়িত্ব পালন করেছেন ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

- Advertisement -

Related Articles

আপনার মন্তব্য

Latest Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker

Refresh Page