সর্বশেষ

33.1 C
Rajshahi
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

ভোজ্যতেলের দাম কমানোর আভাস

টপ নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক বাজারে দাম কিছুটা কমে আসায় সমন্বয় করা হবে দেশেও ভোজ্যতেলের দাম বলে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ জানিয়েছেন ।

রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব বাণিজ্য সংস্থার দ্বাদশ মিনিস্ট্রিয়াল কনফেরেন্সের আলোচনার নানা দিক তুলে ধরতে তিনি এমন আভাস দেন আয়োজিত এক সংবাদ সম্মেলনে ।

বাণিজ্য সচিব সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘আন্তর্জাতিক বাজারে কমে গেছে তেলের দাম , সেই হিসাবে দাম কমানো হবে দেশেও ।’

দাম কমলে কত কমানো হতে পারে- এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘আগামী দু-এক দিনের মধ্যে কিংবা চলতি সপ্তাহের মধ্যে ব্যবসায়ীদের সঙ্গে এই বিষয়টি নিয়ে বৈঠক করা হবে।

সেখানে আন্তর্জাতিক দাম অনুযায়ী দেশে গত এক মাসের মূল্য পরিস্থিতি পর্যালোচনা করে দাম নির্ধারণ করা হবে নতুন করে । তবে ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় খুব বেশি কমানো নাও হতে পারে সম্ভব ।’

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles