সর্বশেষ

37.9 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

ভোজ্যতেলে ভ্যাট সুবিধার বাড়ছে মেয়াদ

টপ নিউজ ডেস্কঃ ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে বিদ্যমান পরিশোধিত-অপরিশোধিত সয়াবিন ও পাম তেল ভ্যাট সুবিধার মেয়াদ তিন মাস বাড়ানো হচ্ছে আমদানি পর্যায়ে ।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন শিগগিরই জারি করা হবে। ভোজ্যতেলে বিদ্যমান ভ্যাট সুবিধার মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে নতুন সিদ্ধান্ত অনুযায়ী । এর আগে এই সুবিধা বহাল ছিল গত ৩০ জুন পর্যন্ত ।

রোববার (৩ জুলাই) এনবিআরের ঊর্ধ্বতন একটি সূত্র নিশ্চিত করেছে এসব তথ্য । সূত্রটি জানায়, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের কাঁচামালের দাম বৃদ্ধি অব্যাহত থাকায় ভোক্তাদের স্বার্থ বিবেচনা করে অব্যাহত রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এ সুবিধার মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত । বর্তমানে ভোজ্যতেলে শুধু আমদানি পর্যায়ে আরোপ আছে ৫ শতাংশ ভ্যাট ।

এর আগে জারি করা প্রজ্ঞাপনে পরিশোধিত-অপরিশোধিত সয়াবিন গত ১৬ মার্চ এনবিআর থেকে ও পাম তেল এবং অন্যান্য পরিশোধিত পামওয়েল তেলের ওপর আরোপণীয় মূল্য সংযোজন কর ১৫ শতাংশ থেকে হ্রাস করে নির্ধারণ করা হয় ৫ শতাংশ ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles