সর্বশেষ

33.9 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

ভোজ্যতেল, চিনি ও ছোলার ওপর শুল্ক প্রত্যাহারঃ অর্থমন্ত্রী

টপ নিউজ ডেস্কঃ রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে ভোজ্যতেল, চিনি ও ছোলার ওপর শুল্ক প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (১০ মার্চ) অর্থমন্ত্রীর সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত হয়। তিনি ভার্চুয়ালি এ সভায় অংশগ্রহণ করেন। সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, ‘পন্যের দাম যাতে সহনীয় পর্যায়ে থাকে, সেজন্য যেসব পণ্যের ওপর শুল্ক আরোপিত ছিল, সেগুলো তুলে নিয়েছি। সরকারের পক্ষ থেকে যে সহযোগিতা প্রয়োজন, সেটা পূর্ণমাত্রায় করা হচ্ছে।’

তিনি বলেন, ‘টিসিবি আমাদের সারা বছর  প্রয়োজন হয় না। যখন প্রয়োজন দেখা দেয় তখন সরকারকে ফ্ল্যাক্সিবল অবস্থায় থাকতে হয়। কারণ যখন যেটা প্রয়োজন, তখন সেটার জন্য ব্যবস্থা করতে হয়। তাই বলতে পারি, সরকারের পক্ষ থেকে যা যা করনীয় তা আমরা করছি।’

কোন কোন পণ্যের শুল্ক তুলে নেওয়া হয়েছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘ভোজ্যতেল, চিনি, ছোলাসহ আরও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর আরোপিত শুল্ক প্রত্যাহার করা হয়েছে। মূলত রমজান মাসে যেসকল পণ্য বেশি প্রয়োজন, সেসকল পণ্যের শুল্ক প্রত্যাহার হয়েছে। কারণ সবাই এগুলোর ভোক্তা। সয়াবিন তেলের উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ভোক্তাপর্যায়ে ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হয়েছে।’

জানা গেছে টিসিবি অনেকগুলো পণ্য কিনবে, কেন এসব কেনা হচ্ছে এবং এ নিয়ে পরিকল্পনা কী, জানতে চাওয়া হলে  অর্থমন্ত্রী বলেন, ‘টিসিবির জন্য পন্য কিনতে যাচ্ছি। আসলে টিসিবি আমাদের অর্থনীতির ব্যাংক। একদিকে আমাদের যেমন পণ্য দরকার, পণ্যের মজুদ দরকার। এ পণ্যগুলো যাতে ভোক্তাদের কাছে সঠিক সময়ে এবং নায্যমূল্যে পৌঁছাতে পারি সেই কাজটি আমরা করছি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles