সর্বশেষ

37 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

মাছের পেটে ভারী বস্তু যোগে মাছের ওজন বাড়ানো

টপ নিউজ ডেস্কঃ ১২০০ টাকা কেজি দরে ১ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ মো. হিরণ মিয়া কিনেছিলেন । তবে বাড়িতে নিয়ে কাটার সময় মাছের পেটে পাওয়া গেছে দুটি ভারী ধাতব বস্তু প্রায় ৭০ গ্রাম ওজনের ।

আজ রোববার সকালে এ প্রতারণার ঘটনা গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরে ঘটেছে ।

আজ সকালে তিনি কাপাসিয়ার উপজেলা সদর কাঁচাবাজার থেকে কিনেছিলেন মাছটি । মাছটি ওই বাজারের ব্যবসায়ী ও উপজেলার চরখামের গ্রামের বাসিন্দা অতীন্দ্র বিক্রি করেছিলেন।

এ প্রসঙ্গে হিরণ মিয়া প্রথম আলোকে বলেন, মাছটি কাটার সময় তাঁর স্ত্রী মাছের পেটে একই ধরনের দুটি ধাতব বস্তু পেয়ে অবাক হয়ে যান। পরে ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্রে ধাতব বস্তু দুটির ওজন পেয়েছেন ৭০ গ্রাম। তিনি হিসাব কষে বলেন, ভারী দুটি বস্তুর ওজনের সমপরিমাণ মাছের মূল্য ৮২ টাকা।

ভোক্তাকে ঠকানোর জন্যই কৌশলে মাছের পেটে ভারী ধাতব বস্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি ।

এ ঘটনার পর ধাতব বস্তু দুটি ও মাছটি নিয়ে আবার হিরণ মিয়া মাছ বিক্রেতার কাছে যান । এ সময় হিরণ মিয়াকে ৭০ টাকা ফেরত দেন মাছ বিক্রেতা অতীন্দ্র।

অতীন্দ্র বলেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। বিভিন্ন আড়ত থেকে তিনি মাছ কিনে এনে বিক্রি করেন।

ইলিশ মাছগুলো তিনি গাজীপুরের একটি আড়ত থেকে পাইকারি দরে কিনে এনেছিলেন। এমন ঘটনা তিনি অতীতে দাবি করেন দেখেননি বলে ।

কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম গোলাম মোর্শেদ খান বলেন, এমন হয়ে থাকলে তা ভোক্তা অধিকার আইনের চরম অন্যায় হয়েছে। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles