সর্বশেষ

25.6 C
Rajshahi
রবিবার, ডিসেম্বর ১০, ২০২৩

মালয়েশিয়ায় পাচারকালে বঙ্গোপসাগর থেকে ৫৮ জনকে উদ্ধার র‌্যাব

- Advertisement -

টপ নিউজ ডেস্কঃ আজ শুক্রবার ভোররাতে সমুদ্রপথে বাংলাদেশ থেকে ৫৮ জন বাংলাদেশিকে মালয়েশিয়ায় পাচার কালে বঙ্গোপসাগর থেকে মানব পাচারকারী চক্রের ২ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। তাদেরকে একটি ট্রলারসহ ২জন দালালকে আটক করা হয়। এই সময় ওই ৫৮ ব্যক্তিকেও উদ্ধার করা হয়। এদের মধ্যে ২৩ জন পুরুষ , ২৪ জন নারী ও ১১জন শিশু রয়েছেন। এর মধ্যে ৫৭ জন রোহিঙ্গা ও ১ জন বাংলাদেশি নাগরিক ছিলেন।


অভিযানের বিষয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের ( র‌্যাব-১৫) উপঅধিনায়ক মোহাম্মদ তানভীর হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালায় । এই অভিযানে গভীর সমুদ্র থেকে দালালসহ ৫৮ ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। এদেরকে মালয়েশিয়ায় ভালো চাকরি ও ছেলেদের বিয়ের প্রলোভন দেখিয়ে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা করছিলেন। এ বিষয়ে আজ বেলা তিনটার দিকে র‌্যাবের কক্সবাজার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

- - Advertisement - -


তাৎক্ষণিকভাবে দালাল ও উদ্ধার হওয়া নারী-পুরুষ-শিশুদের নাম ঠিকানা জানা না যায়নি তবে বাংলাদেশি একজন ছাড়া সবাই উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তাঁদের সবাইকে র‌্যাব হেফাজতে কক্সবাজারে নেওয়া হয়েছে।

সম্পাদনায়ঃ মোঃ আব্দুল ওয়াহেদ

- Advertisement -

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles