সর্বশেষ

33.4 C
Rajshahi
শনিবার, জুন ৩, ২০২৩

মাহে রমজান -৫

- Advertisement -

পবিত্র মাহে রমজান উপলক্ষে টপ নিউজের বিশেষ আয়োজন……

 আজ পবিত্র রমজান মাসের ৫ম দিন ।  বিশেষ এ মাস হলো ইবাদতের

- - Advertisement - -

মাস। মুমিনদের জন্য সাওয়াবের পুজি অর্জনের মাস। ইবাদতের বসন্ত বলা হয়েছে বিশেষ এই মাসকে। 

রমজানুল মুবারকের ফযিলাত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: ‘রমজান- বরকতময় মাসটি তোমাদের দুয়ারে উপস্থিত হয়েছে। পুরো মাস সাওম  পালন আল্লাহ তোমাদের জন্য ফরয করেছেন। এ মাসে জান্নাতের দরজাটি  উন্মুক্ত করে দেয়া হয়, তার সাথে বন্ধ করে দেয়া হয় জাহান্নামের দরজাগুলো। দুষ্ট শয়তানদেরকে  এ মাসে শৃংখলাবদ্ধ করে দেয়া হয়। এ মাসেই  মহান আল্লাহ কর্তৃক একটি রাত প্রদত্ত হয়েছে, যা হাজার মাস থেকওে উত্তম। যে এর কল্যাণ থেকেই বঞ্চিত হল, সে বঞ্চিত হল (মহা কল্যাণ হতে)।’ -সুনান আত-তিরমিযি:৬৮৩

অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে-

- Advertisement -

হযরত সালমান  ফারসি রাদি আল্লাহু  তাআ’লা  আনহু থেকে বর্ণিত…তিনি বলেন, রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষ দিন আমাদের সকলের সামনে খুতবা দিলেন। তাতে তিনি  বললেন, হে লোক সকল! নিশ্চয় তোমাদের উপরে ছায়া বিস্তার করে আছে একটি মহান, বরকতময় মাস। যাতে রয়েছে এমন এক রাত- যা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। মহান আল্লাহ তাআ’লা এর দিনের বেলায় রোযাকে ফরজ করেছেন আর রাতে কিয়ামকে করেছেন নফল। সুতরাং, এ মাসে যে ব্যক্তি কোন নফল আদায় করল  সে যেন অন্য মাসে একটি ফরজ আদায় করল। আর যে ব্যক্তি এ মাসে একটি ফরজ আদায় করল, সে যেন অন্য মাসে সত্তরটি ফরজ আদায় করল। এ মাস হল সবরের মাস। আর সবরের পুরস্কার হল জান্নাত।’ -মুসনাদুল হারেস, হাদীস নং-৩২১, শুয়াবুল ঈমান , হাদীস নং-৩৩৩৬ , সহীহ ইবনে খুজাইমা , হাদীস নং-১৮৮৭ , কানযুল উম্মাল , হাদীস নং-২৩৭১৪, মিশকাতুল মাসাবীহ, হাদীস নং-১৯৬৫

নির্দেশনায়: সিরাজী ফেরদৌস ইমন

সম্পাদনায়: নাসরিন ইসলাম

- Advertisement -

Related Articles

আপনার মন্তব্য

Latest Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker

Refresh Page