সর্বশেষ

41 C
Rajshahi
মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

মে মাসের গুরুত্বপূর্ণ দিবসসমূহ

মানুষের জীবনের প্রতিটি মূহূর্তই গুরুত্বপূর্ণ, তাই প্রতিটি মূহূর্তকেই উদযাপন করা উচিত। কিন্তু কখনও কখনও কাজের চাপে, সময়ের অভাবে উদযাপন করা সম্ভব হয় না। তাই বিশেষ মূহূর্ত উদযাপনে নির্বাচন করা হয় বিশেষ দিন বা দিবস। তবে প্রতিদিন পৃথিবী জুড়ে পালিত হয় কতশত দিবস। গুরুত্বপূর্ণ দিবসগুলো চাকরী, সাধারণ জ্ঞান ও কুইজে একটি গুরুত্বপূর্ণ বিষয়। জেনে নিন মে মাসের গুরুত্বপূর্ণ দিবসসমূহ:

জাতীয় জাতীয়ভাবে পালিত আন্তর্জাতিক দিবসসমূহ

প্রথম মঙ্গলবার= বিশ্ব অ্যাজমা দিবস (২ মে)

প্রথম রবিবার= বিশ্ব হাসি দিবস (৭ মে)

দ্বিতীয় শনিবার= বিশ্ব ন্যায্য বাণিজ্য দিবস (১৩ মে)

দ্বিতীয় রবিবার= বিশ্ব মা দিবস (১৪ মে)

১ মে= মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস।

৩ মে= বিশ্ব সংবাদপত্রের স্বাধীনতা দিবস, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস, আন্তর্জাতিক সূর্য দিবস।

৪ মে= বিশ্ব বাণিজ্য দিবস, বিশ্ব হাঁপানি দিবস, কয়লা খনি শ্রমিক দিবস।

৫ মে= আন্তর্জাতিক ধাত্রী দিবস, বিশ্ব অ্যাথলেটিকস দিবস, বৃটিশ বিরোধী আন্দোলনের সংগ্রামী নেতা প্রীতিলতা ওয়াদ্দেদার এই দিন জন্মগ্রহণ করেন।

৮ মে= আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস, বিশ্ব রেডক্রস বা রেডক্রিসেন্ট দিবস, ২য় বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণ দিবস, রবীন্দ্র জন্মজয়ন্তী (২৫ বৈশাখ)।

১২ মে= আন্তর্জাতিক নার্স দিবস।

১৩ মে= আন্তর্জাতিক ফৌজদারী আদালত দিবস, বিশ্ব পরিযায়ী পাখি দিবস

১৪ মে= নাকবা দিবস, বিপর্যয়ের দিন।

১৫ মে= আন্তর্জাতিক পরিবার দিবস।

১৬ মে= ঐতিহাসিক ফারাক্কা দিবস।

১৭ মে= ওয়ার্ল্ড ইনফরমেশন সোসাইটি ডে, বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস, বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস।

১৮ মে= আন্তর্জাতিক জাদুঘর দিবস।

১৯ মে= বিশ্ব হেপাটাইটিস দিবস।

২০ মে= বিশ্ব পরিমাপ দিবস, চা শ্রমিক হত্যা দিবস।

২১ মে= সাংস্কৃতিক বৈচিত্র্য: সংলাপ এবং উন্নয়নের জন্য বিশ্ব দিবস।

২২ মে= আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস।

২৩ মে= বিশ্ব কচ্ছপ দিবস

২৫ মে= নজরুল জন্মজয়ন্তী (১১ জ্যৈষ্ঠ)

২৬ মে= বিশ্ব তামাকমুক্ত দিবস।

২৮ মে= বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস, শিল্পাচার্য জয়নুল আবেদীনের মৃত্যুবার্ষিকী।

২৯ মে= আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস।

৩১ মে= বিশ্ব ধূমপান দিবস, বিশ্ব তামাকমুক্ত দিবস

এই হলো ২০২৩ সালের মে মাসের জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ দিন এবং তারিখ যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করতে পারে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles