সর্বশেষ

42.1 C
Rajshahi
বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

মোখার তাণ্ডবে মিয়ানমারে নিহত ৩

টপ নিউজ ডেস্কঃ অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশের কক্সবাজার উপকূল অতিক্রম করে মিয়ানমারের উত্তরাঞ্চলের রাখাইন প্রদেশে আছড়ে পড়েছে। মিয়ানমারে এখন পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্তত তিনজন নিহত হয়েছেন।

হাজার হাজার মানুষ মঠ, প্যাগোডা এবং স্কুলে আশ্রয় নিয়েছে উপকূলে আছড়ে পড়া শক্তিশালী এই ঝড়ের তাণ্ডব থেকে বাঁচতেন। মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েট প্রেস বলেছে, ঘূর্ণিঝড় মোখার আঘাতে রাখাইনে অনেক ভবনের ছাদ উড়ে গেছে এবং অন্তত প্রাণহানি ঘটেছে তিনজনের।

মিয়ানমারের আবহাওয়া বিভাগ বলেছে, মিয়ানমারের রাখাইন রাজ্যের সিট্যুয়ে শহরের কাছে রোববার বিকেলের দিকে ঘণ্টায় ২০৯ কিলোমিটারের বেশি বাতাসের গতিবেগে নিয়ে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগ।

দেশটির সেনাবাহিনীর তথ্য অফিস বলছে, সিট্যুয়ে, কিয়াউকপিউ এবং গওয়া শহরে ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, বৈদ্যুতিক ট্রান্সফরমার, মোবাইল ফোনের টাওয়ার, নৌকা এবং ল্যাম্পপোস্ট। দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গুন থেকে প্রায় ৪২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের কোকো দ্বীপপুঞ্জে মোখার তাণ্ডবে বেশ কিছু ভবনের ছাদ উড়ে গেছে বলে জানানো হয়েছে।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles