সর্বশেষ

36.2 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

মোবাইল ডিভাইসের ওপর কর প্রত্যাহারের দাবি:মোস্তাফা জব্বার

টপ নিউজ ডেস্কঃ স্বয়ং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার মোবাইল ডিভাইসের ওপর আরোপিত কর প্রত্যাহার বা কমানোর দাবি জানিয়েছেন।

তিনি বলেন, তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ গড়ার প্রধান হাতিয়ার হবেন। তাদের হাতে সুলভমূল্যে মোবাইল ডিভাইস তুলে দিতে না পারলে স্মার্ট বাংলাদেশ হোঁচট খেতে পারে। সেজন্য এ খাতের কর প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে জাতীয় ব্রডব্যান্ড নীতিমালা প্রণয়নের লক্ষ্যে সুলভমূল্যে স্মার্ট ডিভাইস শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। ডিজিটাল বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশে রূপান্তর হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, কম্পিউটার আমদানিতে যেমন কর মওকুফ পায় তেমনি আমি মনে করি মোবাইল ডিভাইসে কর মওফুক পাওয়া উচিত বলে ।

মন্ত্রী আরও বলেন, বিটিআরসিকে সাধুবাদ জানাই সময়োপযুগী একটা উদ্যোগ নেওয়ার জন্য। আমি নিজেও মনে করি স্মার্ট বাংলাদেশ গড়ার পূর্ণ শর্ত স্মার্ট ডিভাইস থাকা। নীতিমালার সঙ্গে সংশ্লিষ্টদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নীতিমালা প্রণয়ন করেন। মোবাইল ডিভাইসের ওপর কর মওফুক করানোর জন্য আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় রাজস্ব বোর্ডসহ যাদের সঙ্গে এ বিষয়ে কথা বলা প্রয়োজন আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে কথা বলা হবে।

চলতি বছরের মধ্যে ৫-জি চালুর ইচ্ছার কথা জানিয়ে তিনি বলেন, এটা হবে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য প্রধান কাজ। এরপর যেটা হবে সবার হাতে হাতে স্মার্ট ডিভাইস তুলে দেওয়া। এ কাজটি করতে না পারলে স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে হোঁচট খেতে হবে। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আবু হেনা মোরশেদ জামান, বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারসহ নীতিমালার সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles