সর্বশেষ

43 C
Rajshahi
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

ম্যাজিস্ট্রেটের গাড়ির জরিমানা মাত্র ২০০ টাকা, অথচ সব গাড়ির জরিমানা ৫০০টাকা !

টপ নিউজ ডেস্কঃ রাজধানীর সচিবালয় এলাকায় হর্ন বাজানোর কারণে বেশ কয়েকটি গাড়িকে পরিবেশ অধিদপ্তর জরিমানা করেছে । এতে এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের প্রাইভেটকারকে ২০০ টাকা জরিমানা করা হয়। একই সময়ে অন্যান্য প্রাইভেটকারকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে ।

এ নিয়ে অভিযানে থাকা কর্মকর্তা বলছেন, মানবিক দিক বিবেচনায় ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িকে কম জরিমানা করা হয়েছে ।সোমবার (২৯ আগস্ট) সচিবালয়ের পাশের সড়ক রেল ভবনের সামনে পরিবেশ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে। অভিযানে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরিন হক নেতৃত্ব দেন । এসময় তার সঙ্গে ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক রিয়াজুল ইসলাম। সোমবার এ অভিযান চলে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত । নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরিন হক বলেন, যেহেতু সচিবালয় এলাকায় হর্ন বাজানো নিষিদ্ধ, তাই হর্ন বাজালেই আমরা জরিমানা করছি। অভিযান চলাকালে জরিমানা করা হয় দুজন সিএনজিচালিত অটোরিকশার চালককে ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles