সর্বশেষ

31.5 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

যুক্তরাষ্ট্র সুসম্পর্ক রাখতে চায় বাংলাদেশের সঙ্গে:পররাষ্ট্রমন্ত্রী

টপ নিউজ ডেস্কঃ ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্র সুসম্পর্ক রাখতে চায় বাংলাদেশের সঙ্গে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্র দফতরের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা হয়েছে বলে তিনি জানান।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি । এদিন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মন্ত্রী যোগ দেন ।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোমেন বলেন, ‘বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করতে চায়। তাদের সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্ক, এখানে র‍্যাবের নিষেধাজ্ঞার বিষয়টি একেবারেই ছোটখাটো। এসব নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের আলোচনা হয়েছে।’

মন্ত্রী জানান, গত কয়েক মাস ধরে বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা নিয়মিত যোগাযোগ করছেন। সবাই প্রশংসা করছেন বাংলাদেশের। গতকাল আমেরিকান পররাষ্ট্র দফতরের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর ফলপ্রসূ । রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমেরিকারসহ কয়েকটি বড় বড় দেশ রোহিঙ্গা শরণার্থী নেওয়ার অনুরোধ জানিয়েছে। অনেকে ইতিবাচক সাড়াও দিয়েছে। ভারতের পররাষ্ট্র সচিবসহ বেশ কয়েকটি দেশের কূটনীতিকরা বাংলাদেশের সঙ্গে অঙ্গীকার করেছেন এক হয়ে কাজ করার ।’

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles