সর্বশেষ

30.7 C
Rajshahi
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

রংপুরে অর্ধদিবস ধর্মঘট আজ

টপ নিউজ ডেস্কঃ রংপুরে পুলিশি হয়রানি বন্ধ, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদসহ ৯ দফা দাবিতে চালকদের ৬টি সংগঠন আজ সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ধর্মঘট ডেকেছে। বিষয়টি নিশ্চিত করে রংপুর জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি তোফাজ্জল হোসেন তোফা বলেন, আমরা দীর্ঘদিন থেকে ৯ দফা দাবি বাস্তবায়নে আন্দোলন করে আসছি। দাবি আদায়ে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছি কিন্তু কর্তৃপক্ষ আমাদের কোনো দাবিই আমলে নেয়নি। তাই আমরা অটো চালকদের ছয়টি সংগঠন একত্রিত হয়ে ধর্মঘটের ডাক দিয়েছি। তিনি আরও জানান, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ, পুলিশি হয়রানি বন্ধ, অটোর রিকশার নতুন নম্বর প্লেট, আইনশৃঙ্খলা সভায় অটোচালকদের প্রতিনিধির উপস্থিতিসহ ৯ দফা দাবিতে এ ধর্মঘট ডাকা হয়েছে। আজ রংপুরে ৮ ঘণ্টা কোনো অটোরিকশা চলবে না।

অন্যদিকে অটোরিকশা চালক ও শ্রমিকদের ডাকা ধর্মঘটে বিপাকে পড়েছেন স্নাতক(সম্মান) তৃতীয় বর্ষের পরীক্ষার্থীসহ, স্কুল-কলেজগামী সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা। দুর্ভোগ পোহাতে হচ্ছে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীদের। নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে  নানা বিড়ম্বনার শিকার হচ্ছেন সাধারণ জনগণ।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles