সর্বশেষ

26.5 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৪, ২০২৩

রাজশাহীতে আগামী ১৩জানুয়ারীতে উদ্বোধন হতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্সের

- Advertisement -

টপ নিউজ ডেস্কঃ সুখবর রাজশাহীবাসীদের জন্য। স্টার সিনেপ্লক্স চলতি মাসে সেখানে যাত্রা শুরু করছে ।

শুক্রবার(১৩ জানুয়ারি) উদ্বোধন হবে এটি। পরদিন ১৪ জানুয়ারি থেকে সিনেমা দেখা যাবে।

- - Advertisement - -

রাজশাহীর নানা অঙ্গনের ব্যক্তিবর্গ এবং বিনোদন জগতের তারকারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ।

রাজশাহীর বুলনপাড়া আই বাধ সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কে একটি হল নিয়ে এই সিনেপ্লেক্স নির্মিত হয়েছে। এখানে ১৭২ টি আসন সংখ্যা ।

- Advertisement -

বরাবরের মতো নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসম্বলিত সাউন্ড সিস্টেম, জায়ান্ট স্ক্রিনসহ বিশ্বমানের সিনেমা হলের যাবতীয় সুযোগ-সুবিধা নিয়ে হলগুলো নির্মিত হয়েছে বলে জানান স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘রাজশাহী দেশের ঐতিহ্যবাহী একটি শহর। এখানে প্রচুর সিনেমাপ্রেমী দর্শক রয়েছেন যারা স্টার সিনেপ্লেক্সের মত একটি মাল্টিপ্লেক্স প্রত্যাশা করেন। অনেকেই বিভিন্ন মাধ্যমে দাবী জানিয়েছেন আমাদের কাছে। সেই দাবী পূরণের কাজটি করতে পেরে আমি আনন্দিত। আমরা চেষ্টা করছি স্টার সিনেপ্লেক্সকে দেশব্যাপী ছড়িয়ে দিতে, যাতে সারাদেশের মানুষ বিশ্বমানের সিনেমা হলে সিনেমা দেখার সুযোগ পান।’

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

- Advertisement -

Related Articles

আপনার মন্তব্য

Latest Articles