টপ নিউজ ডেস্কঃ
আজ মঙ্গলবার সকালে রাজশাহীর কয়েরদাঁড়া এলাকায় অগ্নিকান্ডের ঘটনায় একটি অটোরিকশা গ্যারেজ পুড়ে গেছে।এতে প্রায় ৪০টি বড় অটো ও ৭টি অটো রিকশা পুড়ে গেছে। অটোগ্যারেজের মালিক জানান, এতে প্রায় ৬০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ আগুন লাগার বিষয়ে বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ফায়ার সার্ভি সের পক্ষ থেকে জানানো হয় আজ সকাল সাড়ে আটটার দিকে কয়েরদাড়া বড় মসজিদের পাশে একটি অটোরিকশা গ্যারেজে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়।
তবে ফায়ার সার্ভিসের কর্মীরা সময়মতো উপস্থিত হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন যার কারণে পাশের বাসা বাড়িতে আগুনের সুত্রপাত হয়নি।
