সর্বশেষ

26.9 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

রাজশাহীর নগরীতে সেমাইয়ের পসরা

টপ নিউজ ডেস্কঃ ঈদ মানে হল আনন্দ, ঈদ মানেই খুশি। ঈদ মানে সকাল বেলা নামাজ পড়া নতুন জামাকাপড় পরে , এরপর সেমাই খাওয়া বাসায় ফিরে । ঈদের অবিচ্ছেদ্য অংশ সেমাই । তাই তো প্রতি বছরের মতো ঈদের আগে রাজশাহীতে জমে উঠেছে সেমাইয়ের বাজার এ বছরেও ।

রাজশাহীর নগরীর সাহেব বাজারের মুদি দোকান ঘুরে দেখতে পাওয়া যায়, বিক্রেতারা হরেক রকমের সেমাইয়ের পসরা সাজিয়ে বসে আছেন । ভিড়ও চোখে পড়ার মতো ক্রেতাদের । মূলত সকল শ্রেণি পেশার মানুষের ভিড়ই এই বাজারে লক্ষ্য করা যায় ।

কেউ খোলা সেমাই কিনছেন , তো কেউ প্যাকেটের। কেউ দামি লাচ্ছা সেমাই কিনছেন , কেউ একেবারেই আবার সাদামাটা লম্বা সেমাই। তবে চাহিদা যার যেমনই হোকসেমাই খাওয়াই বড় ব্যাপার ঈদের দিন সকালে । তাই বৈশাখের কড়া রোদকে উপেক্ষা করেও সেমাইয়ের দোকানগুলোতে ক্রেতারা ভিড় জমাচ্ছেন ।

বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, গত দুই বছর করোনার কারণে তাদের ব্যবসা ভালো হয়নি । তাই এবার ভালো বিক্রির আশায় বিভিন্ন নামিদামি কোম্পানির প্যাকেটজাত সেমাইসহ দোকানে তুলেছেন তারা নানারকম খোলা সেমাই ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles