সর্বশেষ

26.4 C
Rajshahi
শনিবার, সেপ্টেম্বর ৩০, ২০২৩

রাবার বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, স্কেলঃ ২২,০০০- ৫৩,০৬০টাকা

- Advertisement -

টপ নিউজ ডেস্কঃ বাংলাদেশ রাবার বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নবম গ্রেডে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। । অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ১০ মে পর্যন্ত।
১/ সহকারী পরিচালক(প্রশিক্ষন) – ১টি। বেতন স্কেলঃ ২২,০০০-৫৩,০৬০ টাকা(গ্রেড ৯)
২/ সহকারী পরিচালক(সেবা) – ১টি। বেতন স্কেলঃ ২২,০০০-৫৩,০৬০ টাকা(গ্রেড ৯)
৩/ সহকারী পরিচালক(এমআইএস/আইটি) – ১টি। বেতন স্কেলঃ ২২,০০০-৫৩,০৬০ টাকা(গ্রেড ৯)।
৪/ সহকারী পরিচালক(আইন/বোর্ড) – ১টি। বেতন স্কেলঃ ২২,০০০-৫৩,০৬০ টাকা(গ্রেড ৯)।
৫/ সহকারী পরিচালক(প্লানটেশন এড প্রোডাকশন) – ১টি। বেতন স্কেলঃ ২২,০০০-৫৩,০৬০ টাকা(গ্রেড ৯)।
৬/ সহকারী পরিচালক(পরিকল্পনা উন্নয়ন) – পদসংখ্যাঃ ১টি। বেতন স্কেলঃ (গ্রেড ৯) ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৭/ সহকারী পরিচালক(প্রশাসন)– ১টি। বেতন স্কেলঃ ২২,০০০-৫৩,০৬০ টাকা(গ্রেড ৯)।
৮/ সহকারী পরিচালক(মার্কেট প্রমোশন)– ১টি। বেতন স্কেলঃ ২২,০০০-৫৩,০৬০ টাকা(গ্রেড ৯)।
৯/ সহকারী পরিচালক(হিসাব)– ১টি। বেতন স্কেলঃ ২২,০০০-৫৩,০৬০ টাকা(গ্রেড ৯)।
১০/ সহকারী পরিচালক(নিরীক্ষা)– ১টি। বেতন স্কেলঃ ২২,০০০-৫৩,০৬০ টাকা(গ্রেড ৯)।
১১/ সহকারী প্রোগ্রামার – ১টি। বেতন স্কেলঃ ২২,০০০-৫৩,০৬০ টাকা(গ্রেড ৯)।
১২/ বৈজ্ঞানিক কর্মকর্তা( ক্লোনডেভেলপমেন্ট এন্ড ক্রপ্ট ইমপ্রোভমেন্ট) – ১টি। বেতন স্কেলঃ ২২,০০০-৫৩,০৬০ টাকা(গ্রেড ৯)।
১৩/ বৈজ্ঞানিক কর্মকর্তা( প্যথলোজী এন্ড পেস্ট প্রটেকশন) – ১টি। বেতন স্কেলঃ ২২,০০০-৫৩,০৬০ টাকা(গ্রেড ৯)।
১৩/ বৈজ্ঞানিক কর্মকর্তা( সয়েল সাইন্স এন্ড এগ্রোনোমিক) – ১টি। বেতন স্কেলঃ ২২,০০০-৫৩,০৬০ টাকা(গ্রেড ৯)।
১৩/ বৈজ্ঞানিক কর্মকর্তা( প্রোডাক্ট ইউটিলাইজেশন) – ১টি। বেতন স্কেলঃ ২২,০০০-৫৩,০৬০ টাকা(গ্রেড ৯)।

যোগ্যতাঃ প্রতিটি পদের জন্য যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা। আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার জানা যাবে বিজ্ঞপ্তিতে।
বয়সঃ প্রার্থীর বয়স ১ এপ্রিলে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর হতে হবে।

- - Advertisement - -

আবেদনের যেভাবে করবেনঃ আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদন ফিঃ ৫৫৬ টাকা।

- Advertisement -

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles