সর্বশেষ

43 C
Rajshahi
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

রাশিয়ার অনুরোধে জাতিসংঘের জরুরি বৈঠক আজ

রাশিয়ার অভিযোগ ইউক্রেনে রাসায়নিক অস্ত্র উৎপাদন হচ্ছে

টপ নিউজ ডেস্কঃ ইউক্রেন ইস্যুতে, রাশিয়ার অনুরোধে জাতিসংঘের নিরাপত্তা পরিষধ-এ আজ শুক্রবার জরুরি বৈঠক বসছে। বৃহস্পতিবার রাশিয়া অভিযোগ তোলে ইউক্রেনে রাসায়নিক অস্ত্র উৎপাদনে যুক্তরাষ্ট্র অর্থায়ন করছে। বৈঠকে এ বিষয়ে আলোচনা করা হবে। বিবিসির অনলাইনের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে ইউক্রেন ও যুক্তরাষ্ট্র, রাশিয়ার করা অভিযোগ অস্বীকার করেছে ।

রাশিয়া অভিযোগ করেছে, ইউক্রেনে জৈব ও রাসায়নিক অস্ত্র উন্নয়নের জন্য তহবিল যোগাচ্ছে যুক্তরাষ্ট্র। এ অভিযোগটি অস্বীকার করেছে ইউক্রেন। পশ্চিমা দেশগুলো বলছে, রাশিয়ার এ অভিযোগটি মিথ্যা। পশ্চিমা দেশগুলো দাবি করেছে, ভবিষ্যতে ইউক্রেনে জৈব ও রাসায়নিক অস্ত্র ব্যবহারের ন্যায্যতা প্রতিষ্ঠায় এ অভিযোগ তুলেছে রাশিয়া। বিষয়টি নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠকের আহ্বান জানায় রাশিয়া।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন রাশিয়া নতুন করে  ইউক্রেনের আরও দুই শহর লুৎস্ক ও দিনিপ্রোতে বিমান হামলা চালিয়েছে ।

রাশিয়ার অনুরোধে  নিরাপত্তা পরিষদের অনুষ্ঠেয়  বৈঠকের বিষয়ে জাতিসংঘে মার্কিন মিশনের একজন মুখপাত্র এপিকে বলেন, রাশিয়া বিশ্বকে প্রতারিত করতে অথবা ভুয়া তথ্য ছড়ানোর মঞ্চ হিসেবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ব্যবহার করতে চাচ্ছে।

সম্পাদনায়ঃ মোঃ আব্দুল ওয়াহেদ ও হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles