সর্বশেষ

26.5 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৪, ২০২৩

রুয়েটের শিক্ষকদের কাফনের কাপড় প্রেরনের প্রতিবাদে মানববন্ধন

- Advertisement -

টপ নিউজ ডেস্কঃ রুয়েটের (৯) নয়জন শিক্ষক ও কর্মকর্তাকে কাফনের কাপড় প্রেরনের প্রতিবাদ এবং দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় মানববন্ধন করেছে আনার দাবিতে ।

সোমবার (২ জানুয়ারী) রুয়েট মেইন গেটের সামনের শিক্ষক ও কর্মকর্তারা মানববন্ধনটি করেন একত্রিত হয়ে ।

- - Advertisement - -

এ সময় হুমকি পাওয়া শিক্ষক-কর্মকর্তারা বলেন, কোন এক কুচক্র মহল বিশ্ববিদ্যালয়ের যে সুনাম আছে তা নষ্ট করার জন্য একাজ করছে। আমাদের দাবি যেহুতু ডাক যোগাযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠানো হয়েছে সুতরাং মনে করছিনা তাদের আইনের আওতায় আনা খুব বেশি কঠিন বলে । কারণ আমরা এখন ডিজিটাল যুগে বাস করছি আর এটা তথ্য-প্রযুক্তির যুগ।

প্রতিটি ডাকঘরে এখন সিসি ক্যামেরার আওতায় আছে সুতরাং প্রশাসন কেন তাদের চিহ্নিত করতে এতোটা দেরি করছে তা বুঝে উঠতে পারছি না। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা দাবি জানান দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার ।

- Advertisement -

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

- Advertisement -

Related Articles

আপনার মন্তব্য

Latest Articles