সর্বশেষ

33.7 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

রোহিঙ্গারা স্বেচ্ছায় প্রত্যাবাসিত না হলে আবারও ফেরত চলে আসবে : মিশেল ব্যাচেলেট

টপ নিউজ ডেস্কঃ বাংলাদেশ সফররত জাতিসংঘের মানবাধিকার কমিশনের হাইকমিশনার মিশেল ব্যাচেলেট বলেছেন, বাংলাদেশ থেকে মিয়ানমারের রোহিঙ্গাদের প্রত্যাবাসন স্বেচ্ছায়, নিরাপদে ও সঠিক পন্থায় না হলে তারা আবারও ফেরত চলে আসবে। বুধবার (১৭ আগস্ট) সকালে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্ট্যাডিজের (বিআইআইএসএস) এক আলোচনায় এ মন্তব্য করেন।

জাতিসংঘের মানবাধিকার কমিশনের হাইকমিশনারের সঙ্গে সংস্থাটি রাজধানীর বিআইআইএসএস মিলনায়তনে ‘ইয়াং স্কলার মিট’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে। এতে মিশেল ব্যাচেলেট প্রধান অতিথি হিসেবে ও বিশেষ অতিথি হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন।

আজ সফরের শেষ দিনে মিশেল ব্যাচেলেট সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপরে যোগ দেন বিআইআইএসএস আয়োজিত আলোচনায়। এর আগে গত ১৪ আগস্ট সকালে ঢাকা পৌঁছান মিশেল ব্যাচেলেট।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles