সর্বশেষ

24.8 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

লার্জ ফার্মাকে জরিমানা এক লাখ টাকা

টপ নিউজ ডেস্কঃ চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ের লার্জ ফার্মাকে জরিমানা করেছে এক লাখ টাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের নেতৃত্বে পরিচালনা করা হয়েছে এ অভিযান ।

তিনি বলেন, লার্জ ফার্মায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অনিবন্ধিত বিদেশি ওষুধ, উদ্ধার করা হয়েছে অননুমোদিত বিদেশি চকলেট ও বিদেশি প্রসাধনী সামগ্রী । এছাড়া কোন রেজিস্টার্ড ফার্মাসিস্টের উপস্থিতি ছাড়াই প্রতিষ্ঠানটি ওষুধ বিক্রি করছিল। এসময় প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন, ২০১৮ এবং ওষুধ আইন, ১৯৪০ অনুযায়ী অর্থদণ্ড মোট ১ লাখ টাকা দেওয়া হয়।

এ বিষয়ে পরে জানতে চাইলে জেলা প্রশাসক মমিনুর রহমান বলেন, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে যে বা যারা এভাবে শিশুখাদ্য, বিদেশি প্রসাধনী সামগ্রী ও ওষুধ আমদানি বা বিক্রি করে তাদের বিরুদ্ধে জেলা প্রশাসনের এরূপ অভিযান চলমান থাকবে। অভিযানে ওষুধ প্রশাসন অধিদপ্তর এবং বিএসটিআই কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles