টপ নিউজ ডেস্কঃ শুক্রবার রাত আটটার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলায় পবিত্র শবে বরাতের নামাজ আদায়ে জন্য মসজিদে যাওয়ার পথে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়েছেন এক তরুণ।
আহত হয়েছেন মেহেদি হাসান শিহাব (২৩)গাজীপুরের শ্রীপুর উপজেলার মসজিদ মোড় এলাকার নজরুল ইসলামের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে মাওনা আলহেরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেহেদি হাসান শিহাবের বুকের বাঁ পাশে গুলি লেগেছে।
পরিবারের লোকজন বলেন, গতকাল রাত আটটার দিকে নিজ বাড়ি থেকে মসজিদের দিকে যাওয়ার সময় রাস্তায় তাঁর সামনে বেশ কয়েকটি মোটরসাইকেল এসে থামে। দুর্বৃত্তদের একজন শিহাবকে লক্ষ্য করে গুলি করে। প্রথমবার লক্ষ্যভ্রষ্ট হলে দুর্বৃত্তরা আরেকটি গুলি ছোড়ে। মেহেদি হাসান শিহাব গুলিবিদ্ধ হয়ে চিৎকার শুরু করেন। তখন হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
মেহেদি হাসান শিহাবের বাবা নজরুল ইসলাম জানায়, তাঁর ছেলে হামলাকারী দুর্বৃত্তদের বেশ কয়েকজনকে চিনতে পেরেছেন। দুর্বৃত্তরা পূর্বশত্রুতার জেরে তাঁর ছেলেকে মেরে ফেলার জন্যই এই হামলা করেছে।
গাজীপুরের শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন বলেন, এই ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এবং অভিযোগের ভিত্তিতেই পুলিশ ব্যবস্থা নেবে।
সম্পাদনায়ঃ মোঃ আব্দুল ওয়াহেদ