সর্বশেষ

36.1 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে চারদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন

টপ নিউজ ডেস্কঃ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে শুক্রবার (২৫ মার্চ) থেকে পাঁচদিনব্যাপী ‘জয় বাংলার জয়োৎসব’ কর্মসূচি শুরু হচ্ছে। একই সময়ে পালন করা হবে জাতীয় গণহত্যা দিবস এবং
স্বাধীনতা ও জাতীয় দিবসও । পাঁচদিনব্যাপী এ কর্মসূচির প্রথম ৪দিন রাজধানীর ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে হবে। পঞ্চম দিন অর্থাৎ সমাপনী কর্মসূচি হাতিরঝিলে হবে

সুবর্ণজয়ন্তী উদযাপন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ২৩ মার্চ এক সংবাদ সম্মেলনে জানান, সম্প্রতি ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করায় এ উদযাপনের নামকরণ করা হয়েছে ‘জয় বাংলার জয়োৎসব’। কর্মসূচির মধ্যে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষ্যে সারাদেশে ৯টা থেকে ৯.০১ মিনিট পর্যন্ত ব্ল্যাকআউট পালন করা হবে।

শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে চারদিনব্যাপী অনুষ্ঠানের প্রস্তুতি উপলক্ষ্যে মঞ্চনির্মাণসহ অন্যান্য কার্যক্রম দ্রুতগতিতে চলছে। আজ বিকেলে সরেজমিন দেখা যায়, নির্দিষ্ট অংশ ব্যারিকেড দিয়ে ঘেরাও করা মঞ্চনির্মাণসহ উদ্যান । সাধারণ দর্শক ও ভিআইপিদের জন্য মঞ্চের সামনে আসন রাখা হয়েছে। আজ সন্ধ্যা থেকে ২৮ মার্চ পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভা,নাট্যানুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রাপালা অনুষ্ঠিত হবে। বিভিন্ন অনুষ্ঠানের রিহার্সাল অনুষ্ঠিত হয় শুক্রবার ছুটির দিনে দিনভর। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠান শুরু হবে। ২৬ মার্চ রাতে কনসার্ট অনুষ্ঠিত হবে । ৩১ মার্চ হাতিরঝিলে রাত ৮টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, ড্রোন শো, লাইট অ্যান্ড লেজার শো ও আতশবাজি অনুষ্ঠিত হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles