সর্বশেষ

36.1 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থায়ী আশ্রয়কেন্দ্র ব্যবহারের নির্দেশ

টপ নিউজ ডেস্কঃ বন্যাদুর্গত এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠানকে (স্কুল ও কলেজ) অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ব্যবহার করার জন্য ।

শনিবার (১৮ জুন) মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত এ নির্দেশ দেওয়া হয় এক প্রজ্ঞাপনে ।

প্রজ্ঞাপনে বলা হয়, বন্যাকবলিত এলাকার দুর্গত জনগণের নিরাপদ আশ্রয় প্রদানের নিমিত্তে নিকটস্থ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে নির্দেশক্রমে অনুরোধ করা হলো ব্যবহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ।

উল্লেখ্য টানা ভারী বর্ষণ আর ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট ও সুনামগঞ্জের প্রায় ৯০% এলাকা তলিয়ে গেছে পানির নিচে । এ দুই জেলায় স্মরণকালের বন্যা দেখা দিয়েছে ভয়াবহতম । লাখ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে বাধ্য হচ্ছেন আশ্রয়কেন্দ্রে যেতে । বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সরবরাহ দুই জেলার । বোশিরভাগ এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়কপথে । প্রচুর মানুষ আটকে আছেন পানিবন্দি অবস্থায় ।

প্রয়োজনীয় খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র অভাব বন্যাদুর্গত এলাকায় দেখা দিয়েছে । হাসপাতাল ও ক্লিনিকগুলোতেও পানি প্রবেশ করায় বাধাগ্রস্ত হচ্ছে সেবাদান । অসুস্থ অনেক মানুষ যানবাহনের অভাবে যেতে পারছেন না হাসপাতালেও । শহর ও গ্রামের প্রায় সব সড়ক ডুবে আছে পানির নিচে ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles