সর্বশেষ

33.4 C
Rajshahi
শনিবার, জুন ৩, ২০২৩

শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন জরুরি:শিক্ষামন্ত্রী

- Advertisement -

টপ নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার প্রতীক জাতীয় পতাকা আর জাতীয় সংগীত ।

জাতীয় পতাকাকে সম্মান করার অর্থ মুক্তিযোদ্ধাদের সম্মান করা, বাংলাদেশের স্বাধীনতাকে সম্মান করা, যারা বুকের তাজা রক্ত ঢেলে দেশকে স্বাধীন করেছেন তাদের রক্তের প্রতি শ্রদ্ধা জানানো । তাই যারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করেন, শ্রদ্ধার চোখে দেখেন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মান করতে চান, তাদের অবশ্যই সম্মান প্রদর্শন করতে হবে জাতীয় পতাকার প্রতি । জাতীয় সংগীত গাইতে হবে।

- - Advertisement - -

মঙ্গলবার (২০ ডিসেম্বর) নাটোরের অনিমা চৌধুরী মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন প্রধান অতিথির বক্তব্যে । তিনি বলেন, ‘নতুন প্রজন্মের মধ্যে এই চেতনাবোধ জাগ্রত করা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব। এ জন্য শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন এবং জাতীয় সংগীত গাওয়া জরুরি।’

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

- Advertisement -

Related Articles

আপনার মন্তব্য

Latest Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker

Refresh Page