সর্বশেষ

36.7 C
Rajshahi
মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

শ্রীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ৭টি ঘর হস্তান্তর

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না’ মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ৭টি ঘর হস্তান্তর করা হয়েছে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ভিডিও কনফারেন্সে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ে গৃহসমূহ উপকারভোগী পরিবারের নিকট জমিসহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১ টায় শ্রীনগর উপজেলা অডিটরিয়ামে ৭টি পরিবারকে ঈদ উপহার হিসেবে জমিসহ গৃহ হস্তান্তর কর্মসূচির আয়োজন করা হয়।

শ্রীনগর উপজেলা নির্বাহী অীফসার প্রণব কুমার ঘোষ’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী তোফাজ্জল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ব্যারিস্টার সজীব আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, শ্রীনগর থানা অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম, পিআইও অফিসার আশেকুর রহমানসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগণ। উল্লেখ্য, শ্রীনগর উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ১ম ও ২য় পর্যায়ে ৯১টি ও ৩য় পর্যায়ে ৭টি মোট ৯৮টি পরিবারকে পুনর্বাসন করা হলো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles