শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: “শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা” শ্লোগানকে সামনে রেখে শ্রীনগরে বিশ্ব মা দিবস-২০২২ উপলক্ষে মা সমাবেশ ও আলোচনা সভা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার কুকুটিয়া কমলাকান্ত ইন্সটিটিউশনের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বদরুদ্দোজা চৌধুরী।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) সাবেক চেয়ারম্যান আলহাজ সেলিম আহমেদ ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, কুকুটিয়া কমলাকান্ত ইন্সটিটিউশন ম্যানেজিং কমিটির সভাপতি শেখ আব্দুল হালিম, প্রধান শিক্ষক বাবু বিমলানন্দ বসু। এ সময় নারীদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য দেন এমপি মাহী বদরুদ্দোজা চৌধুরীর সহধর্মিনী আশফা হক লোপা।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন বুলবুল, নজরুল ইমলাম বাবুল শেখ, মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া, নূর ইসলাম বেপারী, মুরাদ হোসেন লিটন, হাবিবুর রহমান উজ্জ্বল, শাকিল আরমান হুমায়ূনসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও কুকুটিয়া ইউপি সদস্যগণ।