সর্বশেষ

30.3 C
Rajshahi
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

শ্রীনগরে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে এক নারীর বসতঘরে ঢুকে মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মাদ্রা চারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। দক্ষিণ চারীপাড়া গ্রামের ফজল হক গাজীর ছেলে মো. ওয়াশিম গাজীর (৪০) বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। এ ঘটনায় শাহানাজ বেগম নামে ভুক্তভোগী ওই নারী শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।


স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার সকালে অভিযুক্ত ওয়াশিম গাজী সুযোগ বুঝে শাহানাজ বেগমের ঘরে ঢুকে তাকে ধাক্কা দিয়ে ফেলে ঘরে থাকা একটি মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর আগে ইভটিজিং শ্লীলতাহানীর এক ঘটনায় ওয়াশিম গাজীর বিরুদ্ধে শাহানাজ বেগম আদালতে মামলা দায়ের করে। মামলা নং-৩৩৯/১৯। দায়েরকৃত মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ওয়াশিমকে ১৮ জুন ২০১৯ তারিখে র‌্যাব সদস্যরা গ্রেফতার করেন। অভিযুক্ত ওয়াশিম গাজী এলাকায় বখাটে হিসেবে পরিচিত। শাহানাজ বেগম বলেন, জেল হাজত থেকে জামিনে আসার পর থেকে বিভিন্নভাবে ওয়াশিম গাজী আমাকে প্রাণনাষের হুমকি ধামকি দিয়ে আসছিল। ওই দিন সকালে খালী ঘরে ঢুকে আমাকে ওয়াশিম ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মোবাইল ফোন ও নগদ ৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের জানালে সে আমার মোবাইল ও টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিলেও এখনও ফেরত দিচ্ছে না। উপায় না পেয়ে থানায় অভিযোগ দায়ের করি। এ বিষয়ে জানতে অভিযুক্ত ওয়াশিম গাজীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তার স্বাক্ষাত পাওয়া যায়নি।


অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ও শ্রীনগর থানার এসআই মো. শামীম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles