সর্বশেষ

15.9 C
Rajshahi
মঙ্গলবার, ডিসেম্বর ১২, ২০২৩

শ্রীনগরে যৌথ মৎস্য অভিযানে আর্থিক জরিমানা

- Advertisement -

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ মৎস্য অভিযানে ৪টি মামলায় মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ভোর ৫ টা থেকে সকাল ১০ পর্যন্ত উপজেলার বাঘড়া আড়ৎ, ভাগ্যকুল আড়ৎ, মান্দ্রা টান্সমিটার, বউবাজার, আল-আমিন বাজার ও তিন দোকান বাজারে এই অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ জাটকা ইলিশ কেনা-বেচা ও বহণ করার অপরাধে ৪ ব্যক্তির কাছ থেকে জরিমানার টাকা আদায় করেন।

- - Advertisement - -

এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক ও আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন। মৎস্য কর্মকর্তা জানান, ৩ জনকে ২ হাজার করে ও ১ জনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। জাটকা ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। মৎস্য অভিযান অব্যাহত থাকবে।

- Advertisement -

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles