সর্বশেষ

36.1 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

সমবায় অধিদপ্তরে ৫১১পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি

টপ নিউজ ডেস্কঃ সমবায় অধিদপ্তরের আওতাধীন বাজেটভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ প্রকাশ করা হয়েছে। এই প্রতিষ্ঠানে মোট ৫১১ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা পূরণ সাপেক্ষে আগ্রহী প্রার্থীদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

  1. পদের নাম: পরিদর্শক – 34টি
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি
    বেতন স্কেল: 11,300-27300 টাকা (গ্রেড-১২)
  2. পদের নাম: মহিলা পরিদর্শক – 1টি
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি
    বেতন স্কেল: 11,300-27300 টাকা (গ্রেড-১২)
  3. পদের নাম: প্রশিক্ষক – 16টি
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি।
    বেতন স্কেল: 11,300-27300 টাকা (গ্রেড-১২)
  4. পদের নাম: ফিল্ড ইনভেস্টিগেটর – 19টি
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বা অর্থনীতিতে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি।
    বেতন স্কেল: 11,300-27300 টাকা (গ্রেড-১২)
  5. পদের নাম: কম্পিউটর – 2টি
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি।
    বেতন স্কেল: 10,200-24,680 টাকা (গ্রেড-১৪)
  6. পদের নাম: সহকারী পরিদর্শক – 105টি
    যোগ্যতা: যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ হতে হবে।
    বেতন স্কেল: 10,200-24,680 টাকা (গ্রেড-১৪)
  7. পদের নাম: মহিলা সহকারী পরিদর্শক – 2টি
    যোগ্যতা: যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি।
    বেতন স্কেল: 10,200-24,680 টাকা (গ্রেড-১৪)
  8. পদের নাম: সহকারী প্রশিক্ষক – 11টি
    যোগ্যতা: যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি।
    বেতন স্কেল: 10,200-24,680 টাকা (গ্রেড-১৪)
  9. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর – 2টি
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণ এর সনদ থাকতে হব। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 45 ও ইংরেজিতে 70 শব্দ লিখার দক্ষ্যতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ ও ইংরেজিতে 30 শব্দ লিখার দক্ষ্যতা থাকতে হবে।
    বেতন স্কেল: 10,200-24,680 টাকা (গ্রেড-১৪)
  10. পদের নাম: ড্রাইভার বা ফিল্ম ভ্যান ড্রাইভার – 6টি
    যোগ্যতা: অস্টম শ্রেণি পাসসহ যান চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে।
    বেতন স্কেল: 9,300-22,490 টাকা (গ্রেড-১৬)
  11. পদের নাম: তাঁত সুপারভাইজার – 5টি
    যোগ্যতা: টেক্সটাইল থেকে কারিগরি কোর্স পরীক্ষায় পাস হতে হবে।
    বেতন স্কেল: 9,300-22,490 টাকা (গ্রেড-১৬)
  12. পদের নাম: ক্যাশিয়ার – 4টি
    যোগ্যতা: স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্যে এইচএসসি বা সমমান পাস হতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।
    বেতন স্কেল: 9,300-22,490 টাকা (গ্রেড-১৬)
  13. পদের নাম: অফিস সহকারী কম্পিউটার অপারেটর – 108টি
    যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পাস হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ ও ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে।
    বেতন স্কেল: 9,300-22,490 টাকা (গ্রেড-১৬)
  14. পদের নাম: ডেটা এন্ট্রি অপারেটর – 1টি
    যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পাস হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ ও ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
    বেতন স্কেল: 9,300-22,490 টাকা (গ্রেড-১৬)
  15. পদের নাম: সহকারী ফিল্ম অপারেটর – 2টি
    যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান পাস হতে হবে। প্রজেক্টর বা জেনারেটর চালানোর কাজে অভিজ্ঞ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।
    বেতন স্কেল: 8,800-21,310 টাকা (গ্রেড-১৮)
  16. পদের নাম: নৈশপ্রহরী – 4টি
    যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস হতে হবে।এবং শারীরিক যোগ্যতাসম্পন্ন হতে হবে।
    স্কেল: 8,250-20,010 টাকা (গ্রেড-২০)
  17. পদের নাম: অফিস সহায়ক – 189টি
    যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান পাস হতে হবে।
    স্কেল: গ্রেড-20 , 8,250-20,010 টাকা
    যেসব জেলা প্রার্থীরা আবেদন করতে পারবে না: খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি জেলা প্রার্থীরা আবেদন করতে পারবে না।
    বয়সসীমা
    ১ মার্চ ২০২২ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা সন্তানদের ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর হতে পারবে। বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়সসীমা ৩০ বছর হতে হবে।
    আবেদন যেভাবে করবেনঃ
    আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে । অনলাইনে আবেদন করতে কোনো প্রার্থীর কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে কল করতে পারবে ১২১ নম্বরে অথবা যেকোনো অপারেটর থেকে ০১৫০০১২১১২১ নম্বরে কল করা যাবে। এ ছাড়াও vas.query@teletalk.com.bd বা alljobs.query@teletalk.com.bd ঠিকানা ই-মেইল করা যাবে। ই-মেইল করার ক্ষেত্রে মেইলের সাবজেক্টে সংস্থার নাম, পদের নাম, অ্যাপ্লিকেন্ট ইউজার আইডি এবং যোগাযোগের নম্বর দিতে হবে। আবেদন পদ্ধতি, ফি জমা দেওয়ার প্রক্রিয়া ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে এই লিংক যেতে হবে।
    পরীক্ষার ফিঃ
    পরীক্ষার ফি বাবদ 1-14 নম্বর পদের জন্য ১০০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট 112 টাকা এবং 15-17 নম্বর পদের জন্য 50 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ 6 টাকাসহ মোট 56 টাকা টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণের ৭২ ঘণ্টার মধ্যে এই ফি পরিশোধ করতে হবে।
    আবেদনের শেষ তারিখ: ২০ মার্চ থেকে ২১ এপ্রিল ২০২২, বিকেল পাঁচটা পর্যন্ত।

সম্পাদনায়ঃ মোঃ আব্দুল ওয়াহেদ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles