সর্বশেষ

30.3 C
Rajshahi
মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

সম্রাট পেলের মৃত্যুতে ব্রাজিলে তিন দিনের শোক

- Advertisement -

টপ নিউজ ডেস্কঃ ফুটবল বিশ্বের অলিখিত সম্রাট পেলের মৃত্যুতে ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনেরো তিন দিনের শোক ঘোষণা করেছেন।

বৃহস্পতিবার পেলের মৃত্যুর কিছুক্ষণের মধ্যেই ব্রাজিলের প্রেসিডেন্ট এ ঘোষণা দিয়েছেন।

- - Advertisement - -

১৯৫৮, ১৯৬২ এবং ১৯৭০ সালের বিশ্বকাপ আসরে ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছিল। সেই ঐতিহাসিক ফুটবল দলের সদস্য পেলের প্রকৃত নাম অ্যাডসন আরান্তেস দো নাসিমেন্তো। পেলেই বিশ্বের একমাত্র ফুটবলার যিনি হিসেবে তিনটি বিশ্বকাপ আসরে জাতীয় ফুটবল দলের খেলোয়াড় হিসেবে প্রতিনিধিত্ব করেছেন নিজ দেশের এবং বিজয়ী হয়েছেন।

এছাড়া নিজের পুরো ক্যারিয়ারে ব্রাজিলের জাতীয় দলের হয়ে তিনি গোল করেছেন মোট ১ হাজার ২৮২টি। এটি ব্রাজিলের জাতীয় দলের কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ গোলের রেকর্ড এখন পর্যন্ত কেউ স্পর্শ করতে পারেনি এই রেকর্ড । ক্যারিয়ারের প্রায় পুরো সময় তিনি ব্রাজিলের ফুটবল ক্লাব সান্তোসের হয়ে খেলেছেন ।

- Advertisement -

১৯৪০ সালের ২৩ অক্টোবর ব্রাজিলের মিনাস গেরিয়াস প্রদেশের ত্রেস কোরাকোস শহরের এক হতদরিদ্র পরিবারে জন্ম নেওয়া পেলে তার অসাধারণ ক্যারিয়ার সাফল্য ও ক্রীড়ানৈপুন্যের কারণে ফুটবল বিশ্বের কিংবদন্তি হিসেবে পরিচিত। ব্রাজিলে তিনি ‘ও রেই’ বা ‘রাজা’ নামে পরিচিত ছিলেন।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

- Advertisement -

Related Articles

আপনার মন্তব্য

Latest Articles