সর্বশেষ

28.2 C
Rajshahi
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৩

সরকারি কর্ম কমিশনের কমিটি সদস্য বাড়িয়ে ২০ জন করার সুপারিশ

- Advertisement -

টপ নিউজ ডেস্কঃ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য সংখ্যা বাড়ানোর সংসদীয় কমিটি সুপারিশ করেছে। এক্ষেত্রে সংসদে উত্থাপিত আইনে ১৫ জন সদস্যের জায়গায় কমিটি ২০ জন করার সুপারিশ করেছে । এছাড়া কর্ম কমিশন সচিবালয় গঠনের বিষয়টি আইনি কাঠামোতে অন্তর্ভুক্ত এবং আইনের অধীনে বিধিমালা প্রণয়নের বিধান যুক্ত করার কথাও বলা হয়েছে।

এসব নতুন বিধান যুক্তসহ প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ও পরিমার্জন করে ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিল ২০২২’ এর বিষয়ে জাতীয় সংসদে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি চূড়ান্ত রিপোর্ট প্রণয়নের সুপারিশ করেছে ।

- - Advertisement - -

আইনে প্রস্তাবিত ১৫ জন সদস্যের স্থলে ২০ জন করার যৌক্তিকতা তুলে ধরে সংসদীয় কমিটি বলেছে, সরকারি কর্ম কমিশনের ১২ গ্রেড ও তদুর্ধ্ব (ক্যাডার ও নন-ক্যাডার) পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে ব্যাপকহারে ।

এ কারণে প্রাক বাছাই, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রস্তুত ও ফলাফল প্রকাশে লেগে যায় দীর্ঘ সময় । এছাড়াও এর পাশাপাশি নিয়োগবিধি ও কর্মের শর্তাবলী ইত্যাদি বিষয়ে পরামর্শ প্রদান করে থাকে কমিশন । বিদ্যমান সদস্যদের পক্ষে যথাসময়ে পরামর্শ দেওয়া প্রায়শই সম্ভব হয় না। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় এবং বাংলাদেশ সংবিধান কর্তৃক অর্পিত দায়িত্ব যথাযসময়ে সম্পাদনের জন্য বাড়ানো প্রয়োজন কমিশনের সদস্য সংখ্যা ।

- Advertisement -

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

- Advertisement -

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles