সর্বশেষ

37.3 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

সরকার ৯ পণ্যের দাম নির্ধারণ করে দেবে

নিজস্ব প্রতিবেদকঃ সরকার নির্ধারণ করে দেবেচাল, আটা, ময়দা, ভোজ্যতেল, চিনি, মসুর ডালসহ মোট ৯টি পণ্যের মূল্য। বাজারে পণ্যের সরবরাহ, মজুত ও আমদানি প্রক্রিয়ার অগ্রগতি বিষয়ে সংশ্লিষ্টদের নিয়ে মঙ্গলবার (৩০ আগস্ট) বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

এ বৈঠক বাণিজ্য মন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, চাল, তেল, আটা, ময়দা, চিনি, ডিম, মসুর ডাল, সিমেন্ট, রডের নির্ধারিত মূল্যের চেয়ে যদি কেউ অতিরিক্ত দামে বিক্রি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হবে।

তিনি এখন থেকে কোনো জরিমানা নয়, সরাসরি মামলা করা হবে বলেও হুশিয়ারি দেন। বাণিজ্যমন্ত্রী বলেন, এই ৯টি পণ্যের মূল্য নিয়ে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন সংশ্লিষ্টদের সঙ্গে হিসাব-নিকাশ করবে। এরপরে নির্ধারণ করা হবে একটি যৌক্তিক দাম।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles