সোহেল রানা, রাজশাহী প্রতিনিধিঃ চলতি মাসের ১৬ মার্চ বুধবার রাজশাহীর তানোর উপজেলার ৪ নং সরনজাই ইউপিতে নবনির্বাচিত চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ও পুরুষ সদস্যদের যোগদানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ।
উক্ত যোগদান কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীর সূর্য সন্তান মুক্তিযোদ্ধা ও সাবেক শিক্ষক মোজাহার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরনজাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান সহ সরনজাই ইউপির সুশীল সমাজ ও সাধারন মানুষ উপস্থিত ছিলেন এবং পরিচালনা করেন সরনজাই ইউপি সচিব মোস্তাক আলী।
নবনির্বাচিত চেয়ারম্যান মোজ্জামেল হক সাধারণ মানুষদের উদ্দেশ্যে করে বলেন,জনগণ আমাদের ভোট দিয়েছে তাদের সেবা করার জন্য আর আমরা সেটায় করবো ।
উল্লেখ্য যে, সরনজাই ইউপির প্রতিষ্ঠাতা মোজাম্মেল হক খাঁন হারানো চেয়ার আবার ফিরে পেয়েছেন।
সরনজাই ইউপি সদস্যদের যোগদান কর্মসূচীঃ
রাজশাহীর থিম ওমর প্লাজায় বিনিয়োগের সুবর্ণ সুযোগ ঈদুল ফিতর উপলক্ষে অল্প কিছু সংখ্যক ফ্ল্যাট ও দোকান বিক্রয় চলছে। এককালীন মূল্য পরিশোধে বিশেষ মূল্য ছাড় !! যোগাগোঃ 01615-33 22 29,01615-33 22 51. Theme Omor Plazaকম্পিউটার,কম্পিউটার এক্সেসরিজ ও মোবাইল মোবাইল এক্সেসরিজ. এবং ইলেকট্রনিক্স পন্য মেলা দোকান স্টল বুকিং ও রেজিস্ট্রেশন চলছে। যোগাযোগ-০১৬১৫-৩৩২২২৯,০১৬১৫-৩৩২২৫১,০১৬১৫-৩৩২২২৬ , ০১৭১৯-২৫০২৪২,০১৭২১-১৮৪৮৩১
- Advertisement -