টপ নিউজ ডেস্কঃ ঘূর্ণিঝড় অশনির প্রভাবে উত্তাল রয়েছে সাগর, স্বাভাবিকের চেয়েও দুই থেকে তিন ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে জোয়ারের পানি। তার মধ্যেই উত্তাল সাগরে গোসল করছিল পর্যটকরা। তাদের উঠিয়ে দিচ্ছে লাইফগার্ড কর্মীরা।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনেকে সৈকত ছেড়ে ফিরে যাচ্ছে হোটেলে। বৃষ্টিপাত বেড়েছে বাতাসের গতিবেগ বাড়ার সঙ্গে সঙ্গেই।
১০ মে (মঙ্গলবার) বেলা ১২টার পর থেকেই প্রতিটি পয়েন্টে টাঙানো হয়েছে লাল পতাকা, চলছে মাইকিংও। সৈকতে টাঙানো হয়েছে লাল-হলুদ পতাকা। এই দিকে ঘূর্ণিঝড়ের কারণে কমেছে পর্যটকের আগমন। ক্ষতি এড়াতে বন্ধ রাখা হয়েছে সৈকত পাড়ের দোকানপাটও। তবে সৈকতে পর্যটক কমায় বেকার সময় পার করছেন ফটোগ্রাফার ও হকাররা।
এ প্রসঙ্গে জেলা প্রশাসন জানিয়েছে, ঘূর্ণিঝড় মোকাবিলায় ৫৭৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে আরও প্রস্তুত আছে জেলার ৮ হাজার ৬০০ স্বেচ্ছাসেবক।
সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা