সর্বশেষ

30.3 C
Rajshahi
মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

সোনা নয়, দুবাই থেকে লাগেজ ভর্তি পেঁয়াজ-রসুন!

- Advertisement -

টপ নিউজ ডেস্কঃ বিভিন্ন দেশের ‍তুলনায় সোনার দাম দুবাইয়ে অপেক্ষাকৃত কম হওয়ায় অনেকেই দুবাই থেকে বিভন্ন ধরণের সোনার গয়না কিনে আনার কথা শোনা যায়। কিন্ত পেঁয়াজ-রসুন?

পেঁয়াজের দাম বেশি হওয়ায় ফিলিপাইনের এক তরুণী দুবাই থেকে লাগেজ ভর্তি পেঁয়াজ-রসুন নিয়ে দেশে ফিরেছেন। পেঁয়াজ-রসুন নিয়ে দেশে ফেরার পরই ওই তরুণীর বন্ধুরা আনন্দে ফেটে পড়ে। তাদের কাছে এটা চকলেট উপহার হিসেবে পাওয়ার মতো।

- - Advertisement - -

গত বছরের ডিসেম্বরে ১০ কেজি পেঁয়াজ নিয়ে দুবাই এই বাসিন্দা ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতে ভ্রমণ করেন। তার নাম জাজে। এ বিষয়ে  জাজে খালিজ টাইমসকে বলেন, আমি পেঁয়াজ-রসুন নিয়ে যখন বাড়ি যাই এবং তখন বন্ধু ও স্বজনদের জানাই তাদের আমি পেঁয়াজ-রসুন উপহার দিতে চাই তারা এতে আনন্দে আত্মাহারা হয়ে যায়।

কেজি প্রতি ২ দিরহাম করে দুবাইয়ের সুপার মার্কেট থেকে পেঁয়াজ কিনে বাড়ি নিয়ে যান জাজে। এছাড়া গত ৩০ ডিসেম্বর ম্যানিলায় ফেরার জন্য জাজে যখন বোডিং পার হচ্ছিলেন তখন অনেকেই লাগেজে পেঁয়াজ নিয়ে দেশে যাচ্ছিলো জানান তিনি।

- Advertisement -

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

- Advertisement -

Related Articles

আপনার মন্তব্য

Latest Articles