সর্বশেষ

24.8 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

স্বাস্থ্য কার্ডের মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ:জাহিদ মালেক

টপ নিউজ ডেস্কঃ দেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নের পাশাপাশি উন্নত সেবা নিশ্চিতে স্বাস্থ্য কার্ডের মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নিচ্ছে সব মানুষকে সরকার।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এই তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ওই সংলাপে স্বাস্থ্যমন্ত্রী বলেন,হেলথ কার্ড থাকবে প্রত্যেকের জন্য ।

এ সংক্রান্ত ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) পরিকল্পনা কমিশনে দেওয়া হয়েছে। আশা করি, এটি পাস করে দেবেন প্রধানমন্ত্রী । এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে।

মন্ত্রী বলেন, হেলথ কার্ডে স্বাস্থ্যবিষয়ক সব তথ্য থাকবে। বিদেশে এমন কার্ড দেওয়া হয়। আমরাও হেলথ কার্ড দেব তাদের মতো করে । বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্ব আয়োজিত ওই অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles