সর্বশেষ

43.1 C
Rajshahi
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

হারিকেন ধরিয়ে দিতে হবে বিএনপি নেতাদের হাতে: প্রধানমন্ত্রী

টপ নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নত দেশগুলো যখন হিমশিম খাচ্ছে, তখন আমরা হচ্ছি সাশ্রয়ী । এটির অর্থ এই নয়, আমরা করছি লুটপাট । লুটপাট তো করেছে বিএনপি । আমি দেখেছি— বিএনপি নেতারা আন্দোলন করছে হারিকেন নিয়ে । হারিকেনই ধরিয়ে দিতে হবে তাদের হাতে । আর মানুষকে ভালো রাখতে সব কাজ করছি আমরা । সেটিই করব। সোমবার কৃষক লীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে স্বেচ্ছায় রক্ত ও প্লাজমাদান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন ভিডিও কনফারেন্সে ।

প্রধানমন্ত্রী বলেন, কারও এক ইঞ্চি জমি খালি না থাকে যেন । কাজ করবে সবাই । যেখানে যত খালি জায়গা, সেখানে কাজ করবে উৎপানের । আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকেও করতে হবে এটি । পাশাপাশি দেশের মানুষকে উদ্বুদ্ধ করতে হবে এ কাজে । শেখ হাসিনা বলেন, ‘৯৬ সালে ক্ষমতায় এসে নানা কাজ করেছি রাস্তাঘাট, স্কুল-কলেজ অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবায় কমিউনিটি ক্লিনিক করে দেওয়াসহ । বলতে গেলে ‘৯৬ থেকে ২০০১ বাংলাদেশের সমৃদ্ধির সময় ছিল। পরে তারা এসে কী করল? ভিক্ষাবৃত্তি বা দেশকে করেছে পরনির্ভরশীল । দুর্নীতি, খুন খারাবি আর লুটপাট স্বাভাবিক চিত্র ছিল । ভোটের অধিকারই মানুষের ছিল না । বিএনপির সন্ত্রাসীরা প্রকাশ্যে ছিনিয়ে নিয়েছে ব্যালট । কথা শুনতে হয় তাদের কাছ থেকেও , নির্বাচনের কথা কোন মুখে তারা বলে ? তিনি বলেন, জাতির পিতার আদর্শের প্রতিটি নেতাকর্মী মানুষের সেবায় নিবেদিত প্রাণ হয়ে সবসময় পাশে থাকবে ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles