সর্বশেষ

43.9 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

হিজাব বিতর্ক: দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ নেই

টপ নিউজ ডেস্কঃ ভারতে হিজাব বিতর্কের হচ্ছে না সুরাহা বরং বেড়েই চলেছে বিতর্ক। এবার কর্ণাটকের প্রি ইউনিভার্সিটি এডুকেশন দপ্তর ঘোষণা করলো, ‘হিজাব আন্দোলন’ জেরে যারা চলতি বছরের দ্বিতীয় ইউসি পরীক্ষায় বসেননি তারা নতুন করে পরীক্ষা দেওয়ার সুযোগ আর পাবেন না।

কর্ণাটক সরকারও নিজেদের সিদ্ধান্ত জানিয়ে বলছেন, যেসকল শিক্ষার্থী পিইউসি-এর ব্যবহারিক পরীক্ষা দেয় নি, তাদের আর কোনোভাবেই দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে না।

গত ফেব্রুয়ারি এবং মার্চ মাসে দ্বিতীয় পিইউসি-এর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এখন রাজ্য সরকারের এমন সিদ্ধান্তে বিপাকে পড়বেন তারা।

কর্ণাটক রাজ্যের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বি সি নাগেশ এ প্রসঙ্গে জানিয়েছেন, যারা হাইকোর্টের অন্তর্বর্তী নির্দেশ সত্ত্বেও  হিজাব বিতর্কের জেরে প্র্যাকটিক্যাল পরীক্ষায় বসেননি, তাদের সম্পর্কে কী নতুন করে কোনো কিছু বিবেচনা করা সম্ভব? এমনটা হলে, যারা অন্যকোনো কারণে পরীক্ষা দিতে পারেননি, তারাও তো সুযোগ চাইবে। এটা সম্ভব নয়।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

উৎসঃ আনন্দবাজার

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles