সর্বশেষ

24.8 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

২০০ তিমির মৃত্যু অস্ট্রেলিয়ার সৈকতে

টপ নিউজ ডেস্কঃ অস্ট্রেলিয়ার তাসমানিয়া বীচে পাইলট প্রজাতির মৃত্যু হয়েছে প্রায় ২০০ তিমির । কী কারণে একসঙ্গে এতগুলো তিমির মৃত্যু হলো তা নিশ্চিত নয়। এর আগে তাসমানিয়ার পশ্চিম উপকূলের দূরবর্তী সৈকতে আটকা পড়ে তিমিগুলো ।

তিমিগুলোকে বাঁচাতে ওই এলাকায় পাঠানো হয় উদ্ধারকর্মীদের । মাত্র একদিন আগেই তাসমানিয়ার উত্তরাঞ্চলেও একসঙ্গে আটকা পড়ে অনেক তিমি । মঙ্গলবার কিং আইল্যান্ডে ১৪টি তিমি আটকা পড়েছে বলে খবর পাওয়া যায়।

এদিকে বুধবার ২৩০টি তিমি আটকা পড়েছে জানার সঙ্গে সঙ্গেই তাদের উদ্ধারে উদ্ধারকর্মীরা এগিয়ে আসেন । কিন্তু এই কাজ খুবই জটিল। বিশেষ করে ওই সৈকত বেশ দূরে হওয়ায় উদ্ধার কাজ ব্যহত হয়েছে। প্রথম দিকে মনে করা হয়েছিল হয়তো বাঁচানো যাবে আটকা পড়া অর্ধেক তিমিকে । কিন্তু জানা গেছে মাত্র ৩৫টি তিমি এখন বেঁচে আছে বলে । আটকে পড়া তিমিগুলোকে বাঁচিয়ে রাখতে কম্বল দিয়ে ঢেকে স্থানীয় লোকজন প্রচুর পানি ঢালতে থাকেন ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles