সর্বশেষ

26.2 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

২৪ ঘণ্টায় ২৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

টপ নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ জন ডেঙ্গু রোগী। রবিবার (১২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এই প্রতিবেদনটিতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২৪ জনের মধ্যে ২৩ জনই ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন একজন। আরো বলা হয়েছে, নতুন ২৪ জনসহ বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ জনে। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৮১ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ জুন পর্যন্ত হাসপাতালে সর্বমোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৫৭১ জন এবং সুস্থ হয়ে বাড়ি গেছেন ৪৮৬ জন। এখন পর্যন্ত এ বছর ডেঙ্গুতে কোনো মৃত্যু নেই। এর আগে ২০১৯ সালে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার ধারণ করেছিল। সেই বছরই এক লাখের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছিল এবং মারা যায় ১৪৮ জন।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles