সর্বশেষ

26.9 C
Rajshahi
মঙ্গলবার, মার্চ ২৮, ২০২৩

২৪ তম জাতীয় ক্রিকেট লীগে ১০ উইকেটে পরাজিত বরিশাল

- Advertisement -

ক্রীড়া প্রতিনিধি: শহীদ এএ্ইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্টিত টায়ার টুয়ের ২৪ তম জাতীয় ক্রিকেট লীগে মইন খানের সেঞ্চুরীর সুবাদে খুলনা বিভাগ ১০ উইকেটে হারায় বরিশাল বিভাগকে।

- - Advertisement - -

৫ম রাউন্ডের ৩য় দিনের খেলায় আজ বুধবার (৯ নভেম্বর)  বরিশাল ডিভিশন ফলোআন এড়াতে আগের দিনের গড়া ৪৬ রান নিয়ে ব্যাট করতে নেমে ২য় ইনিংশে ৮০.২ ওভারে ২৫৬ রান করে সকলে আউট হয়ে যায়। দলের পক্ষে সালমান হোসেন ১৮৭ বলে ৭৭, মইন খান ১২৫ বলে ১০২ রান করেন।

- Advertisement -

খুলনার পক্ষে আলামিন ৬৪ রানে ৩টি, মিত্রæন জয় ৫১,শহিদুল ইসলাম ৫৭ ও জাভেদ ১৭ রানে ২টি করে উইকেট নেন। ৮৭ রানের টার্গেট নিয়ে খুলনা ডিভিশন ২য় ইনিংশে ব্যাট করতে নেমে ২৫.২ ওভারে কোন উইকেট না হারিয়ে সংগ্রহ করে ৯০ রান। খুলনার পক্ষে অমিত মাজদার ৯৯ বলে অপরাজিত ৩৩ ও হাসানুজ্জামান ৭১ বলে অপরাজিত ৫৬ রান করেন।   

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

- Advertisement -

Related Articles

আপনার মন্তব্য

Latest Articles