সর্বশেষ

28.2 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

৩৬ বছর পর বিশ্বকাপে কানাডা, কোচ বললেন ‘ আমরা এটাই চেয়েছি’

টপ নিউজ ডেস্কঃ ৩৬ বছর বিশ্বকাপ খেলতে পারেনি কানাডা। অবশেষে এই অপেক্ষার অবসান হয়েছে। কাতার বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করলো দেশটি। এরপর উচ্ছ্বাসে ভেসে গেছেন কানাডার কোচ জন হের্ডম্যান।
রোববার রাতে জ্যামাইকার বিপক্ষে ৪-০ গোলের জয় পেয়েছে কানাডা। এই জয়ের পরেই কানাডা পৌঁছে গেছে বিশ্বকাপে। সর্বশেষ বিশ্বকাপে চান্স পেয়েছিল ১৯৮৬ সালে মেক্সিকোতে অনুষ্ঠিত বিশ্বকাপে ।


ম্যাচশেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে কোচ হের্ডম্যান বলেছেন, ‘আমি এখনও বিশ্বাস করতে পারতেছি না। আমি এই বিশ্বাসটা ছড়িয়ে দিয়েছি কিন্তু এটা যখন সত্যিই ঘটে গেল, আমি ভাষা হারিয়ে ফেলেছি।’


নিজেদেরকে ফুটবল দেশ হিসেবে পরিচয় দিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে কানাডা, এমনটাই বলেছেন কানাডার কোচ , ‘আমরা এমন একটা ফুটবলের দেশ, যারা সারাজীবন এটাই চেয়েছে। আমরা এই সম্মানটুকুই চেয়েছি। এটা চেয়েছি মানুষ বিশ্বাস করুক কানাডা একটা ফুটবলের দেশ এবং সেটা আমরা প্রমাণও করে দিয়েছি।’


কোচ হের্ডম্যান বলছেন, এখানে কেবলই আমাদের শুরু হলো, ‘আমরা আসছি। এখানে কেবল শুরুটা পেলাম। কোচ হিসেবে এটা কত আনন্দের ব্যাপার! আমি এবং এখানে থাকা প্রত্যেকের জন্য গর্বিত।’

সম্পাদনায়ঃ মোঃ আব্দুল ওয়াহেদ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles