সর্বশেষ

26.2 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

৮ জনের শরীরে এইচআইভি শনাক্ত যশোরে

টপ নিউজ ডেস্কঃ যশোরে একমাসের ব্যবধানে আটজনের শরীরে শনাক্ত হয়েছে এইচআইভি । এরমধ্যে আগস্টে শনাক্ত হয় চারজন এবং চলতি মাসের প্রথম ছয়দিনে আরও চারজন শনাক্ত হয়েছে । এমন পরিস্থিতিকে অ্যালার্মিং বলছেন চিকিৎসকরা। যশোরে নতুন করে আরও ৮ জনের শরীরে এইচআইভি শনাক্ত ।

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের এইচআইভি–এইডস নিরীক্ষা কেন্দ্র এইচটিসি সেন্টারের তথ্যমতে, আগস্টের ৩১ দিনে ১৩২ জনের পরীক্ষা করা হয়েছিল এইচআইভি । এর মধ্যে চারজনের শরীরে এইচআইভি–এইডসের জীবাণু পাওয়া যায়। এর মধ্যে ৪ আগস্ট একজন, ৭ আগস্ট একজন, ১৬ আগস্ট একজন এবং ২৯ আগস্ট একজনের শরীরে এইচআইভি শনাক্ত হয়। এছাড়া চলতি মাসে ৩৬ জনকে পরীক্ষা করে চারজনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে। তার মধ্যে ৩ সেপ্টেম্বর একজন ও ৪ সেপ্টেম্বর শনাক্ত হয় ৩ জন ।

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আক্তারুজ্জামান বলেন, আক্রান্তদের যাতায়াত করেছেন অনেকেই ভারতে । যশোরে চিকিৎসা ব্যবস্থা না থাকায় আক্রান্তদের খুলনায় পাঠানো হচ্ছে। তবে শিগগিরই যশোর হাসপাতালেও এসব রোগীর সেবার জন্য আলাদা সেন্টার চালু করা হবে।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles