সর্বশেষ

24.3 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

অনধিক ১৫০ আসনে ভোট হবে ইভিএমে!

টপ নিউজ ডেস্কঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩০০ আসনের মধ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সর্বোচ্চ ১৫০টি আসনে ভোট অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৩ আগস্ট) নির্বাচন কমিশন ভবনে কমিশন সভা শেষে এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে, অনূর্ধ্ব ১৫০টি আসনে ইভিএমে নির্বাচন করবে।’

এক প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব বলেন, ‘বর্তমানে নির্বাচন কমিশনের কাছে ইভিএম আছে দেড় লাখ। ৭০-৭৫টি আসনে সেটা দিয়ে ভোট করা যাবে। এছাড়া আসন সংখ্যা নির্ভর করে ভোটারের সংখ্যার ওপর। ছোট আসনে ইভিএম কম লাগবে। বেশি ভোটার হলে সেখানে ইভিএম বেশি লাগবে।’

যত ইভিএম আছে, তা দিয়ে দেড়শ’ আসনে ভোট করা যাবে কি!—এমন প্রশ্নের জবাবে অশোক কুমার বলেন, ‘আমরা তো বলিনি ইভিএমে ১৫০ আসনেই ভোট হবে। বলেছি অনধিক ১৫০ আসন। এক্ষেত্রে প্রয়োজন হলে ইভিএম ক্রয় করতে হবে। কেনার বিষয়ে কমিশন যদি সিদ্ধান্ত দেয় সচিবালয় সেই পদক্ষেপে যাবে।’

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles