সর্বশেষ

31.5 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

অনিবন্ধিত ওষুধ বিক্রির কারণে ৭ লাখ টাকা জরিমানা দুই ফার্মেসিকে

টপ নিউজ ডেস্কঃ অনিবন্ধিত ওষুধ মজুত, সংরক্ষণ ও বিক্রির অভিযোগে রাজধানীর দারুসসালাম ও ঢাকা জেলার সাভার এলাকার পৃথক দুইটি ওষুধ ফার্মেসিকে জরিমানা করেছে ৭ লাখ টাকা র‍্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান।

সোমবার (২২ আগস্ট) দুপুরে র‍্যাব-৪ এর অধিনায়ক (সিও) ডিআইজি মোজাম্মেল হক এ তথ্য জানান । তিনি বলেন, র‍্যাব-৪ এর একটি দল নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমানের নেতৃত্বে ঔষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম ও পরিদর্শক পরিচালিত হয় কামরুল হাসানের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত । রাজধানীর দারুসসালাম থানাধীন গাবতলী এলাকায় ও ঢাকা জেলার সাভার থানাধীন আমিন বাজার এলাকায় অনিবন্ধিত ওষুধ মজুদ, সংরক্ষণ ও বিক্রির অভিযোগে হাজী ফার্মেসি’র ব্যবস্থাপক হাজী মাহবুব মোর্শেদকে ২ লাখ টাকা ও ৫ লাখ টাকা জরিমানা করা হয় মোহাম্মদ বিন ফার্মা’র মালিক মো. মাদুদুল ইসলামকে।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles