সর্বশেষ

24.8 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

অবসান হলো নীলফামারীবাসীর ৫২ বছরের অপেক্ষার

টপ নিউজ ডেস্কঃ দীর্ঘ ৫২ বছর পর শুরু হলো নীলফামারীর চিলাহাটি থেকে ঢাকা রেলপথে ‘চিলাহাটি এক্সপ্রেস’ নামে আন্তঃনগর ট্রেন চলাচল। আজ রবিবার (৪ জুন) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সবুজ পতাকা নাড়িয়ে এবং বাঁশি বাজিয়ে ভার্চুয়ালি এ ট্রেনের উদ্বোধন করেন। উদ্বোধনের পর ৭৯২ জন যাত্রী নিয়ে নীলফামারীর চিলাহাটি রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

সকাল থেকে এ উপলক্ষে চিলাহাটি স্টেশন এলাকার আশপাশে উৎসুক জনতা জমায়েত হতে থাকে। তারা অপেক্ষা করছিলেন দীর্ঘ প্রতীক্ষিত রেল যোগাযোগের উদ্বোধনের মাহেন্দ্রক্ষণের জন্য। অনুষ্ঠানস্থল ছাড়াও রেলপথের দুই ধারে প্রায় পাঁচ-সাত কিলোমিটারজুড়ে দাঁড়িয়ে উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করলেন প্রায় লক্ষাধিক মানুষ।

অনুষ্ঠানের জন্য প্রায় পাঁচ হাজার মানুষের ধারণক্ষমতার একটি তাঁবু স্টেশন সংলগ্ন এলাকায় স্থাপন করা হয়। বেলা ১০টার দিকে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে যোগ দেন। ওই উদ্বোধনী অনুষ্ঠানটি সেখানে বড় পর্দায় দেখানো হয়।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles