সর্বশেষ

36.1 C
Rajshahi
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

অমুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা আল-আকসায়

টপ নিউজ ডেক্স: আল-আকসা মসজিদে পবিত্র রমজান মাস শেষ হওয়া পর্যন্ত অমুসলিম ও পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরাইল। মঙ্গলবার নাবলুসে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করার পর এমন সিদ্ধান্ত নিয়েছে ইহুদিবাদী দেশটি।

মঙ্গলবার নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত কয়েক দিন ধরে চলা সহিংসতার পরিপ্রেক্ষিতে।

তিনি এরপরই জানান, রমজান মাস শেষ না হওয়া পর্যন্ত আর কোনো অমুসলিমকে প্রবেশ করতে দেওয়া হবে না আল-আকসা প্রাঙ্গনে।

আল-আকসা নীতি ইসরাইলের ক্রমবর্ধমান মৌলবাদী বসতি স্থাপনকারী ক্ষমতাসীনরা  মেনে চলবে কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে এ সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন পুলিশমন্ত্রী ইতামার বেন-গিভির নেতানিয়াহুর উগ্রপন্থী। যদিও ফিলিস্তিন এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি এখন পর্যন্ত।

গত এক বছর ধরে সংঘর্ষ অনেক বেড়েছে ইসরাইল-ফিলিস্তিনের মধ্যে। আর এবার রমজান মাস আসার পর আরও বৃদ্ধি পেয়েছে উত্তেজনা। কারণ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইহুদিরা পবিত্র রমজানে পাসওভার উপলক্ষে আল-আকসায় প্রবেশের চেষ্টা চালিয়েছে।

গত সপ্তাহে ইসরাইলি পুলিশ ধ্বংসযজ্ঞ চালিয়েছে আল-আকসা মসজিদের ভেতর , নতুন করে এর জেরে সহিংসতা বাড়ে।

সম্পাদনায়: শাহনাজ সাফা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles