সর্বশেষ

43.2 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

অ্যাপল ঘোষণা দিল আইফোন ১৪ ও ১৪ প্লাসের

টপ নিউজ ডেস্কঃ মার্কিন প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল আজ ৭ সেপ্টেম্বর বার্ষিক অনুষ্ঠানে ঘোষণা দিয়েছে আইফোন ১৪ ও আইফোন ১৪ প্লাস । এ ছাড়াও প্রতিষ্ঠানটি ওয়াচ সিরিজ ৮ ঘোষণা দিয়েছে, অ্যাপল ওয়াচ আলট্রা এবং এয়ারপডস প্রোর ।

আইফোনের নতুন দুই সংস্করণ অ্যাপল আনল । প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানায়, আনুষ্ঠানিকভাবে নতুন আইফোনের ঘোষণা এসেছে । নতুন আইফোনের নকশা অনেকটাই আইফোন ১৩ এর মতোই। এতে রয়েছে সেলফি ক্যামেরা ও ফেস আইডি সেন্সরের নচ ।

আইফোন ১৪ মডেলটিতে রয়েছে ৬.১ ইঞ্চি মাপের স্ক্রিন । ১৪ প্লাস মডেলটিতে ৬.৭ ইঞ্চি মাপের স্ক্রিন রয়েছে । প্লাস মডেলটিতে বেশি সময় ব্যাটারির চার্জ থাকবে । দুটি মডেলেই এ১৬ বায়োনিক চিপসেট করা হয়েছে ব্যবহার । এতে থাকবে আইওএস ১৬ ও ৫জি সমর্থন সুবিধা। নতুন আইফোনের ক্যামেরাতেও বিশেষত্ব থাকছে । অ্যাপল এবার নতুন প্রো ক্যামেরা সিস্টেম যুক্ত করেছে। ৪৮ মেগাপিক্সেল মূল ক্যামেরার সঙ্গে কোয়াড পিক্সেল সেন্সর ও যুক্ত হচ্ছে ফটোনিক ইঞ্জিন । এতে কম আলোতে ভালো ছবি উঠবে।

আইফোন ১৪ এর দাম হবে ৭৯৯ মার্কিন ডলার আর প্রো মডেলটির ৮৯৯ মার্কিন ডলার দাম হবে ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

[su_button id=”download” url=”https://www.topnews24online.com/%e0%a6%97%e0%a7%81%e0%a6%97%e0%a6%b2%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a7%a9%e0%a7%ad%e0%a7%a9-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a7%9f/” style=”flat” size=”6″ wide=”yes” center=”yes”]Next Page[/su_button]

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles